চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছালো

চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছালো

চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছালো

টানা বৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা পিছিয়েছে। এই ৩ বোর্ডের পরীক্ষা ১৭ তারিখের পরিবর্তে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে। অন্যান্য বোর্ডসমূহের পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তপন কুমার সরকার বলেছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৭ আগস্টের পরিবর্তে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে।

এটিএম/

Explore More Districts