প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে সাতক্ষীরার বুদ্ধি প্রতিবন্ধী আমিনুলের আঁকা ছবি

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে সাতক্ষীরার বুদ্ধি প্রতিবন্ধী আমিনুলের আঁকা ছবি



Post Views:
২৮

স্টাফ রিপোর্টারঃ

বাংলা নববর্ষ ১৪৩০এর প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে আমিনুলের আকাঁ ছবি স্থান পেয়েছে। এজন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাকে এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। গতকাল সকাল ১১টায় সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর উক্ত চেক আমিনুলের হাতে তুলে দেন। চেক প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, এ.ডি.এম বিষ্ণুপদ পাল, এন.ডি.সি. আব্দুল্লাহ আল আমিন, সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা রুমা রানী বরকন্দাজ, আমিনুলের মা রোকেয়া বেগম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আমিনুল জাতীয় প্রতিবন্ধী উন্নয়ণ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী। উল্লেখ আমিনুলের রয়েছে ছবি আঁকায় চমৎকার প্রতিভা। ইতিপূর্বে সে জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারীভাবে অনুষ্ঠিত বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম হওয়ার গৌরব অর্জন করে। এই বিশাল গৌরব অর্জনের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী আমিনুলকে অভিনন্দন জানানো হয়।

Please follow and like us:


Tweet
20

Explore More Districts