
নিজস্ব প্রতিবেদক->>
ফেনী পৌরসভার শিবপুর এলাকা থেকে বুধবার বিকালে সুমাইয়া সুলতানা (১৯) নামে ফেনী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। সে পৌরসভার ৮নং ওয়ার্ড শিবপুর মালাইছড়া গ্রামের নূর নবীর মেয়ে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়,নিহত সুমাইয়া সুলতানার পরিবার গত ১৫-২০ দিন আগে তার অমতে বিয়ে ঠিক করে। এতে অভিমান করে তিনি নিজ বসত ঘরের শয়ন কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। স্বজনরা উদ্ধারপূর্বক মুমূর্ষ অবস্থায় ফেনী সদর হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা করে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম চৌধুরী নিশ্চিত করেন।
অপরদিকে ফেনীর সোনাগাজীতে বুধবার বিকালে আকলিমা আক্তার (১৪) নামে মাদরাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অষ্টম শ্রেনির ছাত্রী এবং সোনাগাজী পৌরসভার ৯নং ওয়ার্ডের চরগণেশ গ্রামের রেজি মিঝি বাড়ির মো.হারুনের মেয়ে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়,মাদরাসায় না যাওয়ার কারণে বুধবার দুপুরে আকলিমাকে তার মা-বাবা বকুনি দেয়। এতে অভিমান করে নিজ বসত ঘরের শয়ন কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে সে মৃত্যুবরণ করে। বিকালের দিকে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের পিতা একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।