
জাতীয় শিক্ষা সপ্তাহ, ২০২৩ উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৬৬ জন বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (৩১ জুলাই) বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে, শিক্ষা অফিসের হল রুমে অনুষ্ঠিত পুরস্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার দাসের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান ৷ আরো উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বসির আহম্মেদ সবুজ, গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম কাইয়ুম খান, জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, বিপ্লব মিত্র, শহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা।
ডি- এইচএ