রাঙ্গুনিয়া ও হাটহাজারীতে পুকুরে ডুবে দুই শিশুসহ ৩ জনের মৃত্যু – দৈনিক আজাদী

রাঙ্গুনিয়া ও হাটহাজারীতে পুকুরে ডুবে দুই শিশুসহ ৩ জনের মৃত্যু – দৈনিক আজাদী





রাঙ্গুনিয়া ও হাটহাজারী উপজেলায় পুকুরে ডুবে দুই শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ও গতকাল পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা এলাকায় পুকুরে ডুবে মো. রাহাত নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। সে উপজেলার পোমরা ইউনিয়নের বেপারি পাড়া গ্রামের প্রবাসী আবদুল হালিমের পুত্র।

জানা যায়, সপ্তাহ খানেক আগে শিশু রাহাতকে নিয়ে তার মা উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা গ্রামে মামার বাড়িতে বেড়াতে যান। গতকাল সকালে মামার বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল সে। পরে দুপুর ১২টার দিকে তার মা তাঁকে খুঁজতে বের হলে তার জুতা পুকুরে ভাসতে দেখে সন্দেহ হয়। পরে স্বজনরা তাকে পুকুরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে পানির তলদেশে তার নিথর দেহ পায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সরফভাটা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, গতকাল বুধবার দুপুর ২টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মদনহাট এজহার মিয়ার বাড়িতে পুকুরে ডুবে আহাম্মেদ () নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ওই বাড়ির প্রবাসী আক্কাস মিয়ার পুত্র। জানা যায়, গতকাল দুপুরে নিহত আহাম্মেদের মা গোসল করতে যান। গোসল শেষে আহাম্মেদকে খুঁজতে ঘরের বাইরে গেলে পুকুরে ভাসতে দেখেন। দ্রুত উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. জায়নুল আবেদিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে উপজেলার মির্জাপুরে গত মঙ্গলবার রাতে পুকুরে ডুবে আল মুমিন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই ইউনিয়নের নুর আহাম্মদ চেয়ারম্যানের বাড়ির মো. নঈম উদ্দিন পুত্র। জানা যায়, মঙ্গলবার রাতে আল মোমিন নামাজ পড়ার জন্য ওজু করতে বাড়ির সামনে পুকুরে যায়। দীর্ঘক্ষণ সে ঘরে ফিরে না আসায় তার অভিভাবকরা তাকে খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে পুকুর ঘাটে তার সেন্ডেল দেখতে পেয়ে পুকুরে খোঁজ করতে গিয়ে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। গতকাল বুধবার নিহতের নিজ বাড়িতে জানাজা শেষে লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।




Explore More Districts