নীলফামারী-লালমনিরহাটে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা
জ্যেষ্ঠ প্রতিবেদক:
ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তিস্তা নদীর পানি, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর ফলে নীলফামারী ও লালমনিরহাট জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বাপাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মেহেদী হাসানের দেওয়া পূর্বাভাসে এ আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
বাপাউবো জানায়, ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মার পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অপরদিকে, গঙ্গা নদীর পানি সমতলে স্থিতিশীল আছে, যা ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া, সুরমা নদী ব্যতীত দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
• দ্রুত বাড়ছে যমুনার পানি, প্লাবিত হচ্ছে ফসলি জমি
সংস্থাটি জানায়, আবহাওয়া সংস্থাগুলোর তথ্যানুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলে ও তৎসংলগ্ন ভারতের উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এই অঞ্চলের ধরলা, করতোয়া, আত্রাই, পুনর্ভবা, কুলিখ ও ট্যাঙ্গন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এছাড়া, আগামী ২৪ ঘণ্টায় ধরলা নদী কুড়িগ্রাম ও দুধকুমার নদী পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার কাছাকাছি অবস্থান করতে পারে এবং সুরমা নদী সুনামগঞ্জ পয়েন্টে স্বল্প সময়ের জন্য বিপদসীমা অতিক্রম করতে পারে।