মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখা উপজেলার হরিশপুর গ্রাম থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ তিনজনকে আটক করেছে শালিখা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় সোমবার দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনের নির্দেশে উপ পুলিশ পরিদশর্ক (এস আই) রাকিবুলের নেতৃত্বে এ এস আই রিপন হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হরিশপুর গ্রামের চিত্রা নদীর সাঁকো ঘাট থেকে অস্ত্র ,গুলি ও ম্যাগাজিনসহ তিনজনকে আটক করেছে শালিখা থানা পুলিশ।

অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ আটক কৃতরা হলেন বাঘারপাড়া উজেলার খাঁনপুর গ্রামের শাহিনুর রহমানের ছেলে ইয়াছির আরাফাত(১৯),একই গ্রামের সাইফুল মোল্যার ছেলে শালিখায় আগ্নেয় অস্ত্র ও গুলিসহ তিন কিশোর আটক। মোল্যা (১৯),বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামের মহব্বত খাঁনের ছেলে মাহিম খাঁন মিরাজ (১৮)।
শালিখা থানার তদন্ত ওসি মিলন কুমার সাংবাদিকদের অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ তিন জন আটকের তথ্য নিশ্চিত করেন।এবং জানান অস্ত্র আইনে মামলার প্রস্ততি চলছে।
পোষ্ট শেয়ার করুন