জুন ১৭, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সদরে বিদেশী মদ ও গাঁজাসহ এমদাদুল হক মিলন (২৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১।
শনিবার (১৭ জুন) সকালে সদরের কাজীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। এসময় ৮৯ বোতল বিদেশী মদ ও আড়াই কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটক হওয়া মাদক কারবারি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কেশারপাড় গ্রামের আঃ গফুরের ছেলে।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদ, গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আর পড়তে পারেন