বঙ্গবন্ধুর মাজারে ফরিদপুর জেলা মৎস্যজীবি লীগের শ্রদ্ধা নিবেদন – dailyfaridpurkantho

বঙ্গবন্ধুর মাজারে ফরিদপুর জেলা মৎস্যজীবি লীগের শ্রদ্ধা নিবেদন – dailyfaridpurkantho

বঙ্গবন্ধুর মাজারে ফরিদপুর জেলা মৎস্যজীবি লীগের শ্রদ্ধা নিবেদন – dailyfaridpurkantho

কন্ঠ রিপোর্ট।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। বুধবার বেলা ১২টায় ফরিদপুর জেলা কমিটির সভাপতি কাজী আব্দুস সোহবান ও সাধারণ সম্পাদক ফরিদ মিয়ার নেতৃত্বে কমিটির সদস্যরা ফুল দিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানায়। এরআগে কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে। পরে জাতির পিতা বঙ্গবন্ধুসহ পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোযা করা হয়। এসময় ফরিদপুর জেলা মৎস্যজীবি লীগের নব নির্বাচিত কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত ২৭ মে ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কাজী আব্দুস সোবহানকে সভাপতি এবং ফরিদ মিয়াকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা করা হয়।

Explore More Districts