কাপ্তাইয়ে সঙ্গীত প্রতিভা অন্বেষণ : অংশ নিচ্ছে ২ শতাধিক প্রতিযোগী | PaharBarta.com

কাপ্তাইয়ে সঙ্গীত প্রতিভা অন্বেষণ : অংশ নিচ্ছে ২ শতাধিক প্রতিযোগী | PaharBarta.com

purabi burmese market

রাঙামাটি জেলার কাপ্তাইয়ে বাংলা গানের চর্চার পাশাপাশি পাহাড়ে বসবাসকারী ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর সংস্কৃতিকে আরোও ব্যাপকভাবে ছড়িয়ে দেবার লক্ষ্যে শুরু হয়েছে কাপ্তাই সঙ্গীত প্রতিভা অন্বেষণ ২০২৩।

শনিবার (৩ জুন) সকাল ১০ টায় বর্ণিল আয়োজনে এ অন্বেষণ প্রতিযোগিতার উদ্বোধন করা হয় ।

উপজেলা পরিষদ মিলনায়তনে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বসবাসকারী সকল ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি রয়েছে। সংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজ হতে মৌলবাদ দূর হবে। তিনি আরোও বলেন, সংস্কৃতি চর্চা মানুষকে সহনশীলতা হতে শেখায়। তাই সহ শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চার প্রয়োজন।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি রুমন দে এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মারজান হোসাইন, ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি খোরশেদুল আলম কাদেরী ।

dhaka tribune ad2

স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি ও প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা -২০২৩ এর আহবায়ক ডা: প্রবীর খিয়াং।

এই বিষয়ে আরও

এসময় উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিল্পকলা একাডেমির বর্তমান ও প্রাক্তন সদস্য এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের আগে উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক ও প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার সদস্য সচিব মংসুইপ্রু মারমা সঞ্চালনায় উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সম্প্রিতীর নাচ ও গান পরিবেশন করেন।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এবং অন্যান্য অতিথিরা বিভিন্ন বুথে গিয়ে প্রতিযোগিতা কার্যক্রম উপভোগ করেন।

প্রতিভা অন্বেষণ এর আহবায়ক ডা: প্রবীর খিয়াং জানান, বাংলা, মারমা , তনচংগ্যা , চাকমা, খিয়াং, লুসাই, বম ও ত্রিপুরার ভাষার ২ শতাধিক প্রতিযোগী আজকে ৫ টি ভ্যেনুতে ইয়েস কার্ড রাউন্ডে অংশ নিচ্ছেন। পরবর্তীতে বিভিন্ন বিষয় ভিত্তিক গানের ৪ টি রাউন্ড শেষে চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে জানান, বর্ণাঢ়্য আয়োজনে আজ আমরা কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সঙ্গীত প্রতিযোগিতার উদ্বোধন করেছি। বাংলা সংস্কৃতির পাশাপাশি ক্ষুদ নৃ- গোষ্ঠীর শিল্পীদের সংস্কৃতিকে তুলে ধরার জন্য আমাদের এই প্রয়াস। আশা করছি এই প্রতিযোগিতার মাধ্যমে তৃনমুল পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভা বের হয়ে আসবে।

প্রতিযোগিতায় ইয়েস কার্ড অর্জনকারী জানান, আজকে আমরা ইয়েস কার্ড অর্জন করে অনেক অনেক খুশি।

এদিকে কাপ্তাই সঙ্গীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতাকে ঘিরে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন এবং এর আশেপাশে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Explore More Districts