আড়াই কেজির ইলিশের দাম প্রায় দশ হাজার টাকা

আড়াই কেজির ইলিশের দাম প্রায় দশ হাজার টাকা

রাজবাড়ী বার্তা ডট কম : রাজবাড়ীর দৌলতদিয়ায়  একটি ইলিশ বিক্রি করা হয়েছে ৯ হাজার ৮ শ টাকায়।

শনিবার সকালে দৌলতদিয়ার পদ্মা নদীর অদুরে দেবীপুর অংশে জাহাঙ্গী আলম জেলের জালে ২ কেজি ৫ শ ৮০ গ্রাম ওজনের ইলিশটি ধরা পরে।পরে জাহাঙ্গীর হোসেন স্থানীয় মাছ ব্যাবসায়ী সম্রাট শাজাহানের কাছে ৩ হাজার ৬ শ টাকা কেজি দরে ইলিশটি  বিক্রি করেন।পরে ৩ হাজার ৮ শ টাকা কেজি দরে মোট ৯ হাজার ৮ শ টাকায় ঢাকার এক ব্যাবসায়ীর কাছে বিক্রি করেন ।

মাছ ব্যাবসায়ী সম্রাট শাজাহান জানান,আজ শনিবার সকালে ৭ নং ফেরি ঘাট এলাকায় সকাল সাড় ১০ টার দিকে বড় সাইজের ইলিশের খবর পেয়ে সেখানে যাই। এসময় দর দাম করে ২ কেজি ৫ শ ৮০ গ্রাম ওজনের ইলিশ মাছটি ৩ হাজার ৬ শ টাকা কেজি দরে জেলে জাহাঙ্গীরের কাছ থেকে কিনে নেই।সে সময় ৭ নং ফেরি ঘাটে এক ব্যাবসায়ী বড় আকৃতির মাছটি দেখে পছন্দ করে।পরে সে ব্যাবসায়ীর কাছে ৩ হাজার ৮শ টাকা কেজিতে মোট ৯ হাজার ৮ শ টাকা কেজিতে ইলিশটি বিক্রি করি।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মোহাম্মদ শাহারিয়ার জামান সাবু,জানান,নদীতে পানি কম থাকায় বড় আকৃতির মাছ গুলো ধরা পরছে।সামনে পানি বাড়তে শুরু করলে  বিভিন্ন প্রজাতির বড় আকৃতির মাছ গুলো ধরা পরবে।তবে কয়েকদিন আগে জাটকা আহরন বন্ধ থাকায় বর্তমানে বড় আকৃতির ইলিশ সহ অন্যান্য মাছও ধরা পরছে।

(Visited 30 times, 11 visits today)

Explore More Districts