নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি’র সোর্সকে কুপিয়ে হত্যা | PaharBarta.com

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি’র সোর্সকে কুপিয়ে হত্যা | PaharBarta.com

purabi burmese market

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম ইউনিয়নে বিজিবি’র এক সোর্সকে এলোপাতাড়ি কুপিয়ে হত্য করলো অজ্ঞাত সন্ত্রাসীরা। নিহতের নাম জহুরুল আলম (৩৫), সে জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র।

আজ ১৩ মে শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি টান্টু সাহা। তিনি জানান, এই বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেব। হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ছিল এবং কী কারণে ঘটেছে তা জানার চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে ৩৪ বিজিবি কক্সবাজার এর প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমেও ঘটনার সত্যতা নিশ্চিত করে।

এই বিষয়ে আরও

বিজ্ঞপ্তিতে জানা যায়, ১৩ মে শনিবার দিবাগত রাত ২টা ৩০মিনিটের সময় ঘুমধুম সীমান্তের ৩৩ নং পিলারের কাছাকাছি বাংলাদেশের অভ্যান্তরে চিকন পাতা বাগান নামক স্থানে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্থ ঘুমধুম বিওপির সোর্স (ইনফর্মার) জহুরুল আলম কে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।

বিজ্ঞপ্তিতে আরও জানান, আসন্ন মোখা ঘূর্ণিঝড়ের ভয়াবহ আশংকার পূর্বাবাসের কারনে ওই সময় বিজিবির কোন টহল দল সেখানে ছিলো না। সেই সুযোগে সন্ত্রাসীরা বিজিবি সোর্স জহুরুল আলমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা সম্ভব হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

dhaka tribune ad2

প্রসঙ্গত, মাদক কারবারিরা এই ঘটনা ঘটাতে পারে বলে মনে করছে স্থানীয়রা, ঘটনার পর সীমান্ত এলাকায় আতংক বিরাজ করছে।

Explore More Districts