
শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে অন্তর (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১মে) দুপুরে ধানশাইল ইউনিয়নের কোচনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অন্তর ওই গ্রামের হারুন মিয়ার ছেলে ও কুরুয়া হাসমত আলী কিন্ডার গার্ডেন স্কুলের নবম শ্রেণী শিক্ষার্থী।
নিহতের পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ২টার দিকে আকর্ষিকভাবে ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় অন্তর ঝড়ে পড়া আম কুড়াতে গেলে বজ্রপাতে অন্তর গুরুতরভাবে আহত হয়।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে তাকে মৃত ঘোষণা করেন। অন্তরের এহেন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অন্তরকে দেখতে তার বাড়িতে উপচেপড়া ভিড় জমছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এনজে