ঢাবির ভর্তি পরীক্ষার্থীদের পদচারণায় মুখরিত শাবির ক্যাম্পাস

ঢাবির ভর্তি পরীক্ষার্থীদের পদচারণায় মুখরিত শাবির ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) উপকেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার(৬ মে) বেলা এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি শিক্ষাভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ভর্তি পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৯৪ দশমিক ৫৭ শতাংশ। এই পরীক্ষায় কোন ধরনের ফিক্সিংয়ের ঘটনা ঘটেনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন, শাবিপ্রবি উপকেন্দ্রে ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. দিলারা রহমান।

উল্লেখ্য, শাবিপ্রবি উপকেন্দ্রে আবেদন করেন১৭৫১ জন শিক্ষার্থী। তারমধ্যে আজ ১৬৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। বাকি ৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

ঢাবির ভর্তি পরীক্ষার্থীদের পদচারণায় মুখরিত শাবির ক্যাম্পাস

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কিলো রোড, গোল চত্বর, শহীদ মিনার, লাইব্রেরি চত্বর, ফুডকোর্ট ছাউনি, চেতনা ৭১,মুক্তমঞ্চ সহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের পদচারণায় মুখরিত। সকালে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বসে কেউ নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। কেউবা খুঁজে দেখছেন পরীক্ষার হল। আবার পরীক্ষা শেষে অনেকেই দল বেঁধে প্রশ্ন উত্তর মেলানোতে মশগুল।কেউ বা দেখছেন ক্যাম্পাস জুড়ে ফুটে ওঠা বেগুনি রঙের জারুল ফুলের সুরভিত সৌন্দর্যের সমাচার। আবার কেউ কিলো রোডের ওয়াকওয়েতে হাঁটার সময় দাঁড়িয়ে ছবি তুলছেন।

হবিগঞ্জ থেকে আসা পরীক্ষার্থী দীপ্ত দেব নাথ বলেন, পরীক্ষা আশানুরূপ ভালো হয়নি। তবে প্রশ্ন স্ট্যান্ডার্ড মানের হয়েছে। যারা পড়াশোনা করেছে তারা ভালো করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ডিএস/এসএ

Explore More Districts