ঈদ উপহার পেলেন মোংলা বন্দরের ১২০০ কর্মচারী

ঈদ উপহার পেলেন মোংলা বন্দরের ১২০০ কর্মচারী

ঈদ উপহার পেলেন মোংলা বন্দরের ১২০০ কর্মচারী

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলাঃ

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী কর্মচারীদের হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দেন। প্রথমবারের মতো বাগেরহাটের মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারীদের ঈদুল ফিতরের শুভেচ্ছা উপহার দেয়া হয়েছে।

সোমবার বেলা ১১টায় বন্দর কর্তৃপক্ষের মিলনায়তনে বন্দরের তৃতীয়-চতুর্থ শ্রেণির ১২০০ কর্মচারীকে এই ঈদ উপহার দেয়া হয়।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী কর্মচারীদের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন।

উপহার স্বরূপ প্রত্যেককে তিন কেজি মিনিকেট চাল, ১ কেজি পোলাও চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ৩ লিটার তেল (ফ্রেশ), ১ প্যাকেট লাচ্ছা সেমাই (১ কেজি) ও ৫শ গ্রাম গুড়ো দুধ দেয়া হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. এ. কে. এম. আনিসুর রহমান ও সচিব (বোর্ড ও জনসংযোগ বিভাগ) কালাচাঁদ সিংহ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রথমবারের মত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে শুভেচ্ছা উপহার দেয়া হলো। ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেয়া ও সবাইকে নিয়ে ভালো থাকার জন্যই এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, কর্মচারীরা হচ্ছে বন্দরের প্রাণশক্তি। এককভাবে কাজ করলে সফল হওয়া কঠিন, তাই বন্দরের উন্নয়নের জন্য সবাইকে দলবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Explore More Districts