কুমিল্লায় ডিবির পৃথক অভিযানে পিস্তল,২ রাউন্ড গুলি ও গাঁজাসহ আটক ৩ – Ajker Comilla

কুমিল্লায় ডিবির পৃথক অভিযানে পিস্তল,২ রাউন্ড গুলি ও গাঁজাসহ আটক ৩ – Ajker Comilla






















আজকের কুমিল্লা ডট কম :

মার্চ ৯, ২০২৩


কুমিল্লায় ডিবির পৃথক অভিযানে পিস্তল,২ রাউন্ড গুলি ও গাঁজাসহ আটক ৩ – Ajker Comilla

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ২১ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি টিম।

বৃহস্পতিবার (৯ মার্চ) নগরীর মোগলটুলির নিজ বাসা থেকে মোঃ সামছুদ্দিনকে (৪৮) আটক করা হয়। এসময় তার শোয়ার কক্ষে থাকা খাটের উপর বালিশের নিচ থেকে একটি হাতে তৈরী বিশেষায়িত দোনালা পিস্তল, যাহার ডাবল ব্যারল, ডাবল ট্রিগার এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সামছুদ্দিন (৪৮) মোগলটুলির ৫নং ওয়ার্ডের মোছলেম উদ্দিনের ছেলে। এ বিষয়ে তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও ৮ মার্চ বুড়িচং ও সদর দক্ষিণ উপজেলায় ডিবির দুইটি টিম পৃথক অভিযান পরিচালনা করে ২১ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করে। এ বিষয়ে বুড়িচং এবং সদর দক্ষিণ থানায় পৃথক দুইটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
































আর পড়তে পারেন













Explore More Districts