রাজবাড়ী‌তে বিশ্ব মৃ‌ত্তিকা দিবস পা‌লিত

রাজবাড়ী‌তে বিশ্ব মৃ‌ত্তিকা দিবস পা‌লিত

রাজবাড়ী বার্তা ডট কম :

রাজবাড়ী‌তে বিশ্ব মৃত্তিকা দিবস উপল‌ক্ষে র‌্যা‌লি ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

সোমবার বেলা সা‌ড়ে ১১ টার দি‌কে কৃ‌ষি মন্ত্রণাল‌য়ের মৃ‌ত্তিকা সম্পদ উন্নয়ন ইন‌স্টি‌টিউটের আ‌য়োজ‌নে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যাল‌য়ের সাম‌নে থে‌কে এক‌টি র‌্যা‌লি বের হয়।

এ সময় র‌্যা‌লি‌টি প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় এ‌সে শেষ হয়।

প‌ড়ে জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে দিবস‌টির গুরুত্ব তু‌লে ধ‌রে এক আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

এ‌তে ফ‌রিদপুর এসআর‌ডিআই এর প্রধান বৈজ্ঞা‌নিক কর্মকর্তা ড. মোঃ নূরুল হুদা আল মামু‌নের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তিথি হিসা‌বে বক্তব‌্য রা‌খেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।

বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে জেলা কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্ত‌রের উপপ‌রিচালক এসএম সহীদ নূর আকবর, সদর উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার মোঃ জ‌নি খানসহ অ‌নে‌কে উপ‌স্থিত ছি‌লেন।

(Visited 5 times, 1 visits today)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Explore More Districts