Post Views:
১০১
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা :
ভ্রমন শেষে দেশে ফেরার পথে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙায় প্রাণ জুস ভর্তি কাভার্ড ভ্যানের চাকায় এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় রবিবার বিকেল সাড়ে চারটার সময় ঘোজাডাঙার ইছামতী পার্কিং এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর নাম আশুতোষ গাইন (২৪)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহিষাডাঙা গ্রামের আনন্দ মোহন গাইনের ছেলে।
ভোমরা ইমিগ্রেশন অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরির্শক মাজরিয়া জানান, আশুতোষ গাইন গত ৭ সেপ্টেম্বর এ বন্দর দিয়ে ভ্রমন ভিসায় পাসপোর্টে(৮২৬২৫৯৪৪২০) ভারতে যান।
রবিবার বিকেল সাড়ে চারটার দিকে তিনি দেশে ফেরার উদ্দেশ্যে ঘোজাডাঙার ইছামতী পার্কিং এর সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকাকালিন বাংলাদেশী প্রাণ জুস রপ্তানিকারক একটি কাভার্ড ভ্যান তাকেসহ দুইজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তারা মারা যান। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আশুতোষের লাশ দেশে আনার চেষ্টা চলছে।