গৃহবধুর আপত্তিকর অশ্লীল ছবি ধারণের অভিযোগে যুবক আটক – dailyfaridpurkantho.com

গৃহবধুর আপত্তিকর অশ্লীল ছবি ধারণের অভিযোগে যুবক আটক – dailyfaridpurkantho.com

কন্ঠ রিপোর্ট # র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার এর নেতৃত্বে রবিবার মাদারীপুর জেলার রাজৈর থানাধীন পশ্চিম রাজৈর গ্রামে অভিযান পরিচালনা করে জনৈক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর আপত্তিকর অশ্লীল ছবি ধারণ করার অভিযোগে রাকিব হাওলাদার ওরফে মোহন(২৪), পিতাঃ হারুন উর রশিদ, গ্রামঃ পশ্চিম রাজৈর, থানাঃ রাজৈর, জেলাঃ মাদারীপুরকে আটক করেন। ঘটনার বিবরণে জানা যায় যে, ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন শ্রীরামপট্টি নিবাসী আনুমানিক দীর্ঘ ১০/১২ বছর যাবৎ মালয়েশিয়া অবস্থানরত। উক্ত প্রবাসী মালয়েশিয়া থেকে সাময়িক ছুটিতে বাংলাদেশে এসে গত ৮ জুলাই ভিকটিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ভিকটিমের বিয়ের আগে থেকেই পড়া লেখার সূত্র ধরে আনুমানিক ২/৩ বছর পূর্বে উক্ত গৃহবধুর সাথে রাকিব হাওলাদার নামের অভিযুক্ত যুবকের পরিচয় ঘটে। এ পরিচয়ের সূত্র ধরে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং এক পর্যায়ে উক্ত গৃহবধুকে জোর পূর্বক অন্তরঙ্গ হতে বাধ্য করে। তাদের অন্তরঙ্গ মূহুর্তের কিছু আপত্তিকর অশ্লীল ছবি কৌশলে মোবাইলে ধারণ করে এবং উক্ত আপত্তিকর অশ্লীল ছবি অনলাইন ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে অন্তরঙ্গ হতে বাধ্য করে। এ ছাড়াও তাদের অন্তরঙ্গ মূহুর্তের কিছু আপত্তিকর অশ্লীল ছবি অনলাইন ফেইসবুকে ভূয়া আইডি খুলে ছড়িয়ে দেয় এবং ভিকটিমের প্রবাসী স্বামীকেও উক্ত আপত্তিকর অশ্লীল ছবি প্রেরণ করেন। এ ঘটনা থেকে পরিত্রাণ পেতে ভিকটিমের পরিবার আইনগত সহায়তা চেয়ে র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের নিকট লিখিত অভিযোগ দায়ের করলে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অভিযুক্ত রাকিব হাওলাদার ওরফে মোহনকে আটক করে। এ সময় তার নিকট হতে উক্ত আপত্তিকর অশ্লীল ছবি সম্বলিত মোবাইল ও মেমোরি কার্ড জব্দ করা হয়। আটককৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের বিষয়ে সত্যতা স্বীকার করে। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদারীপুর জেলার রাজৈর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আরও পড়ুন…



বিশেষ প্রতিবেদক। ফরিদপুরের আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা এবং তার পরিবারের ওপর হামলা ও লুটপাটের ঘটনায় …



সুমন ইসলাম। ফরিদপুরে ভাঙ্গায় এক প্রবাসীকে কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। উপজেলার ভাঙ্গা পৌর সদরের নওপাড়া …

Explore More Districts