ফরিদপুরে শেখ রাসেলের জন্মদিন পালন

ফরিদপুরে শেখ রাসেলের জন্মদিন পালন

ফরিদপুরে শেখ রাসেলের জন্মদিন পালন

সবুজ দাস : নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন পালন করেছে ফরিদপুর জেলা আওয়ামীলীগ। এ উপলক্ষে ১৮ ই অক্টোবর মঙ্গলবার শহরতলির শেখ রাসেল ক্রিড়া চক্রে কেক কেটে দিনটি পালন করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, জেলা শ্রমিক লীগের আহবায়ক গোলাম মোহাম্মদ নাছির, সদস্য সচিব ইমান আলী মোল্লা, কোতোয়ালি থানা শ্রমিক লীগের সদস্য সচিব মোহাম্মদ মিঠু মিয়া, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আলী আজগর মানিক, বণিক সমিতির সভাপতি মাসুদুল হক সহ জেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

কেক কাটা শেষে শেখ রাসেল স্কয়ারে সন্ধানী ডোনার ক্লাবের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়াও দিনটিকে স্মরনীয় করে রাখার লক্ষে শেখ রাসেল ক্রিড়া চক্রে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপন করে ফরিদপুর জেলা আওয়ামীলীগ। এ দিকে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯ ঘটিকায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে একটি বণ্যার্ঢ র‌্যালী জেলা প্রশাসনের কার্যালয় হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালী শেষে সকাল ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ শেখ রাসেল এর জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Explore More Districts