এ খবরের পর জেপি মরগান ও ওয়েলস ফার্গোর শেয়ারদরে উল্লম্ফন দেখা গেছে। ব্যাংক দুটির শেয়ারদর যথাক্রমে ২ দশমিক ৫ শতাংশ, ৩ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যেখান সিটির শেয়ারদর বেড়েছে ১ দশমিক ২ শতাংশ।
জুলাই-সেপ্টেম্বরে জেপি মরগানের মুনাফা হয়েছে ৯৭৪ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ কম। যদিও তাদের মুনাফা আরও হ্রাসের আশঙ্কা করা হয়েছিল। এ সময়ে ওয়েলস ফার্গোর মুনাফা ৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৫৩ কোটি ডলার। ব্যাংকটির মুনাফায় বড় ধরনের পতন ঘটলেও তা প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। এ ছাড়া সিটির মুনাফা ২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৫০ কোটি ডলার। সিটিগ্রুপের মুনাফাও প্রত্যাশার চেয়ে বেশি হয়েছে, যেখানে গত ৩ মাসে মরগান স্ট্যানলির মুনাফা ২৪৯ কোটি ডলারে উন্নীত হয়েছে, যদিও মুনাফার পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে ৩০ শতাংশ কম।
অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে করপোরেশনগুলোর একীভূতকরণ ও অধিগ্রহণ (এমঅ্যান্ডএ) এবং পুঁজিবাজারে তালিকাভুক্তিতে আগ্রহ কমে গেছে। বিশেষ করে বিনিয়োগ ব্যাংকগুলো এ কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।