এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
মায়ের মত করি যতন, শিশু হবে দেশের রতন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে গছিডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গছিডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার, বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাকটর আতিকুর রহমান।
বিদ্যালয়ের এসএমসির সভাপতি হারুন উর রশিদ সরকার বাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এরশাদ হোসেন, সাবেক সভাপতি ফজলুল হক মুছুল্লী, দাতা সদস্য সোলায়মান আলী সরকার, অভিভাবক সদস্য আসাদুজ্জামান খোকন, শিক্ষক নজরুল ইসলাম, প্রমুখ। সমাবেশে শিক্ষার মানোন্নয়ন, কোভিট-১৯ সচেতনতা ও টিকা গ্রহন, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়।