নেত্রীর সিদ্ধান্ত বিরোধিতা করলে নেতাকর্মীরা মেনে নেবে না: ইউসুফ গাজী

নেত্রীর সিদ্ধান্ত বিরোধিতা করলে নেতাকর্মীরা মেনে নেবে না: ইউসুফ গাজী

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের জরুরি সভা মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র এডভোকেট মোহাম্মদ হেলাল হোছাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ইউসুফ গাজী।

তিনি বলেন, নির্বাচন মানেই যুদ্ধ। আর এই যুদ্ধের মাঠে আওয়ামী লীগের প্রত্যেকটা সৈনিককে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধি এবং উন্নত রাষ্ট্রের জন্য জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আমি জননেত্রী শেখ হাসিনা মনোনীত চেয়ারম্যান প্রার্থী। জননেত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন চাইবেন। মনোনয়ন না পেলে বিরোধিতা করবেন এরা কারা, তাদেরকে চিহ্নিত করতে হবে, তারা খন্দকার মোস্তাকের অনুসারী। আওয়ামী লীগ করবেন অথচ নেত্রী সিদ্ধান্তের বিরোধিতা করবেন, এটা আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনভাবেই মেনে নেবে না। দেশের ৬১টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে ২৯টি জেলার প্রার্থীকে নানা অভিযোগের কারণে মনোনয়ন দেওয়া হয়নি।

ইউসুফ গাজী আরো বলেন, জনগণকে বিভ্রান্তি করার কোন সুযোগ নেই, আমরা দেখেছি চাঁদপুর জেলা পরিষদের এক নেতা বাসা ভাড়া দিতে পারতো না। আর এখন ৬ তলা বাড়ি ও সাড়ে ৩ কোটি টাকার ফ্ল্যাট ব্যবহার করেন। জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আমাকে মনোনীত করেছে। নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে হবে।

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল এর পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র এডভোকেট মোঃ জিল্লুর রহমান জুয়েল,জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় ভৌমিক, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যাপিকা মাসুদা নূর খানম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা যুব মহিলা লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর ফরিদা ইলিয়াস।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মোঃ সফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এডভোকেট আতাউর রহমান পাটোয়ারী, জাহিদুর রহমান জাহিদ, মোঃ ফারুক হোসেন ভূঁইয়া, মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, মাইনুদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক পিন্টু সাহা, সদস্য শুভাশিস ঘোষ বসু, আবু সায়েম, জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য শ্যামলী আক্তার প্রমুখ।

আগামী ২৮ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন যথাযথভাবে উদযাপন এবং আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করা সহ বিভিন্ন বিষয় নিয়ে জরুরি সভায় আলোচনা হয়।

জরুরী সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ১৩ সেপ্টেম্বর ২০২২

Explore More Districts