ফেনী | তারিখঃ August 21st, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 689 বার

শহর প্রতিনিধি->>
ফেনীর লালপোলে দেড় হাজার পিস ইয়াবাসহ নুর সাবা কাজল (২৩) নামের এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পৃথক আরেকটি অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ হোছন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। শনিবার (২০ আগস্ট) বিকেলে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কাজল কক্সবাজারের উখিয়া শরণার্থী ক্যাম্পের আবুল ফজলের স্ত্রী ও হোছন কক্সবাজারের টেকনাফ ইউনিয়নের আহম্মদ হোছনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপোল এলাকায় মাদকদ্রব্যের একটি টিম অভিযান পরিচালনা করে। বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী একটি বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রোহিঙ্গা নারী কাজলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেড় হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। একইদিন বিকেল সাড়ে ৫টার দিকে একই এলাকা থেকে মোহাম্মদ হোছনকে ৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ বলেন, আটক দুজনের বিরুদ্ধে মাদক আইনে দুটি মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।