অসুস্থ পিতার জন্য দোয়া চেয়েছেন সাতক্ষীরার নতুন পুলিশ সুপার

অসুস্থ পিতার জন্য দোয়া চেয়েছেন সাতক্ষীরার নতুন পুলিশ সুপার



Post Views:
৯৯

নিজস্ব  প্রতিনিধি:

সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর পিতা কাজী বজলুর রহমান গুরুতর অসুস্থ্য হয়ে রাজধানীর বার্ডেম কার্ডিয়াটিক হাসপিটালের সিসিইউ তে ভর্ত্তি রয়েছেন।

গত ১৪ আগষ্ট হৃদরোগে আক্রান্ত পুলিশ সুপারের পিতার ওপেন হার্ড সার্জারি করা হয়ে। সে সময় তিনি আইসিইউ তে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার উন্নতি হলে বর্তমানে তাকে সিসিইউ রাখা হয়েছে।

সাতক্ষীরার নতুন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান সার্বক্ষণিক তাঁর পিতার পাসে থেকে সেবাযত্ন করছেন। পুলিশ সুপার তার পিতার দ্রুত সুস্থ্যতার জন্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষিণীসহ সকলের নিকট দোয়া চেয়েছেন।

Please follow and like us:


Tweet
20

Explore More Districts