আপডেটঃ 10:45 pm | August 19, 2022

মো: নাজমুল হুদা মানিক ॥ মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ময়মনসিংহ মুসলিম ইন্সটিটিউট এর উদ্যোগে শিশু কিশোর সমন্বয়ে আলোচনা সভা ১৯ আগষ্ট বিকাল ৪ টায় মুসলিম ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ময়মনসিংহ এর চেয়ারম্যান ও মুসলিম ইন্সটিটিউট ময়মনসিংহ এর সাধারণ সম্পাদক ড: গাজী হাসান কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। মুসলিম ইন্সটিটিউট এর আয়োজনে জাতীয় শোক দিবস উদযাপন উপ কমিটির আহবায়ক কাজী আজাদ জাহান শামীম, আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী অর্নব দাস, আবিদ আল নুর তাওশীন, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের শিহাব নুর নাবিল, ইসরাত জাহান ইমা, এডভান্স রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের সোলায়মান মিয়া, সাদিয়া আফরিন, হাসান ইশরাক, আলমগীর সনসুর মেমোরিয়াল মিন্টু কলেজের রাফিউল হক হামীম, তুরজাউন ইমামীম তুরজা, মুসলিম গার্লস স্কুল এন্ড কলেজের সাদিয়া তাবাসসুম প্রিয়ন্তি, সানমুন ইংলিশ স্কুলের ইসরাক ইমায়িন, নাফিসা রাইহানা, ময়মনসিংহ জেলা স্কুলের নিরব সাহা দৃশ্য, বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুপমা শারমিন অনন্যা, অঙ্গনা রায় ভুমি সহ শিশু কিশোর শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজ এর অধ্যাপক মাহবুবুর রহমান হেনরী এর উপস্থাপনায় অনুষ্ঠানে অধ্যাপক শাহাব উদ্দিন আহমেদ, অধ্যাপক দিলরুবা সারমীন, অধ্যাপক খাইরুল বাশার সেলিম, কবি আব্দুল মান্নান ফরিদী খোকা, মো ইয়াহিয়া খোকন, কবি শরিফুল ইসলাম, সুমন তাজ, ময়মনসিংহ জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক এম হুমায়ুন কবির সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।


