লোহাগড়ায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত | Narailkantho-Latest Bangla News & Entertainment…

লোহাগড়ায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত | Narailkantho-Latest Bangla News & Entertainment…




স্টাফ রিপোর্টার: নড়াইলের লোহাগড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি শোক র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাত করা হয়।

দুপুরে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সহ-সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী, সহ-সভাপতি সিকদার আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম মুন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, যুগ্ম-সাধারণ সস্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিন, উপজেলা যুব লীগের সভাপতি ও সাবেক মেয়র মো. আশরাফুল আলম, সাধারণ সস্পাদক শিকদার নজরুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

বিকালে লক্ষীপাশা চৌরাস্তায় বঙ্গবন্ধুর জীবনীর ওপর নির্মিত ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।





Explore More Districts