ফেনীতে ৩ দিনে ৫০০ করোনা রোগী শনাক্ত, আক্রান্ত ছাড়ালো ৬ হাজার – prothom-feni.com

ফেনীতে ৩ দিনে ৫০০ করোনা রোগী শনাক্ত, আক্রান্ত ছাড়ালো ৬ হাজার – prothom-feni.com

বিশেষ প্রতিনিধি->>

ফেনীত গত ৩ দিনে পাঁচ শ’ করোনা রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ১৫৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ৬ হাজার ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত সোমবার একদিনে রেকর্ড ১৭৬ জন সংক্রমিত হয়েছিলো। মঙ্গলবার ১৬৯ জন, বুধবার ১৫৭ জন শনাক্ত হয়েছিল।

জেলা স্বাস্থ্য বিভাগের করোনার তথ্য বিশ্লেষন করে জানা যায়, ফেনীতে গত বছরের ১৬ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। কোভিড-১৯ শনাক্ত’র সংখ্যা ১ থেকে ৫শ ছাড়াতে সময় লাগে ৭৬ দিন। পরের ৫শ (এক হাজার) ব্যক্তি সংক্রমিত হতে সময় লাগে ২৬ দিন। আর পরবর্তী ৫শ (পনের শ’) ব্যক্তি সংক্রমিত হতে লাগে ৩৫ দিন সময়। চার মাসের মাথায় সংক্রমিতের সংখ্যা ১ হাজার ৫শ অতিক্রম করে।

সাত মাসের মাথায় সংক্রমিতের সংখ্যা ২ হাজার ও সাড়ে ১১ মাসের মাথায় সংক্রামিতের সংখ্যা ২ হাজার ৫শ অতিক্রম করে। পরবর্তী ৫শ শনাক্ত হয়ে মাত্র ১৫ দিন সময় লেগেছে। পরবর্তী ৫শ শনাক্ত হতে সময় লেগেছে ২৮ দিন।

কোভিড-১৯ শনাক্ত’র ১৪ মাসের মাথায় সংক্রামিতের সংখ্যা ৪ হাজার অতিক্রম করেছে। সাড়ে তিন হাজার থেকে চার হাজার হতে (৫শ’) শনাক্ত হতে সময় লেগেছে ৪০ দিন। চার হাজার থেকে সাড়ে চার হাজার শনাক্ত হতে সময় লেগেছে ১৩ দিন। সাড়ে চার হাজার থেকে ৫ হাজার শনাক্ত হতে সময় লেগেছে ৭ দিন। ৫ হাজার থেকে সাড়ে ৫ হাজার শনাক্ত হতে সময় লেগেছে ৫ দিন। সাড়ে ৫ হাজার থেকে সাড়ে ৬ হাজার শনাক্ত হতে সময় লেগেছে ৩ দিন। কোভিড-১৯ শনাক্ত হওয়ার ১৫ মাসে সংক্রামিতের সংখ্যা সাড়ে ৬ হাজার অতিক্রম করেছে।

সিভিল সার্জন ডা. রফিক উস সালেহীন জানান, বৃহস্পতিবার পর্যন্ত ফেনীতে মোট ৪ হাজার ৪৫৭ জন সুস্থ হয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় কর্মরত সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনসহ এ পর্যন্ত ৮৫ জনের মৃত্যু হয়েছে।

Sharing is caring!

Explore More Districts