মিরসরাইয়ে ঘরের আগুনে পুড়ে ছাই এক বছরের লামিয়া! | ctgnews.com

মিরসরাইয়ে ঘরের আগুনে পুড়ে ছাই এক বছরের লামিয়া! | ctgnews.com
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ফুটফটে শিশুর মৃত্যু.jpg Ctgnews

       

Advertisement

মিরসরাইয়ে ঘরে লাগা অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থা পুড়ে ছাই হয়েছে লামিয়া আক্তার নামে এক বছরের ফুটফুটে শিশু।

আজ শুক্রবার (৫আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামাদার গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ফুটফটে শিশুর মৃত্যু ...ctgnews

এতে ক্ষতিগ্রস্থ হয়েছেন আজিজুল হক এবং নিহত শিশুটি তার সম্পর্কে নাতনি। ক্ষতিগ্রস্থের ছেলে মোহাম্মদ রাজিবের কন্যা।

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ফুটফটে শিশুর মৃত্যু ....ctgnews.

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মীর হোসেন জানান, গোলবক্স মুহুরী বাড়ীতে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে আজিজুল হকের পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে সে নিঃস্ব হয়ে যায়। শুধু তাই নয় তার ১বছর বয়সী এক শিশু দগ্ধ হয় মারা যায়। এতে ক্ষতিগ্রস্থের প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মিরসরাই ফায়ারসার্ভিস এন্ড সিভিল ডিপেন্ডেবলের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী সিটিজিনিউজকে জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এমজে/

Advertisement


CTG NEWS

Explore More Districts