Advertisement
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শ্রী কবির শাহ নামের কথিত এক ভন্ড পীরের ওরশ বন্ধ করে দিয়েছে আনোয়ারা থানা পুলিশ ।
গতকাল বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে উপজেলা সদরের উত্তর বিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গতকাল বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায় শ্রী কবির শাহ নামের কথিত এক পীরের মাজার বানানো হয়েছে। এক বছর আগে পীরের থেকে দীক্ষা নেওয়া ব্যাক্তির নাম উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা পুলিন শীল ও কুমিল্লার মুতালেবের মেয়ে আমেনা।তারা দুজন কুমিল্লা জেলার হুমনা থানার কাশিপুর গ্রামের কবির শাহ এর থেকে মুরিদ হয় ১০ বছর আগে। তিনি গত ৮ বছর আগে মৃত্যু বরন করেন এবছর কবির শাহের ৮ ম বাৎসরিক ওরশ মাহফিলের আয়োজন করেন ওরশ পরিচালনার দায়িত্বে থাকা পুলিন শীল ও আমেনা বেগম।তারা দুজন দুই ধর্মের হলেও তারা একসঙ্গে বসবাস করে আসছে বলে জানান তারা।সাদা কাপড়ের মোড়ানো মাজার সম্পর্কে জানতে চাইলে পুলিন শীল জানান কুমিল্লার কবির শাহ র মাজার থেকে একমুঠো মাটি এনে বিলপুর গ্রামে ওনার মাজার স্থানান্তরিত করেন।ওরশকে কেন্দ্র করে পুরো এলাকায় সাজসজ্জা, সাউন্ড সহ নানা আনুষ্ঠানিকতার আয়োজন করেন পুলিন ও আমেনা।
ওরশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গা থেকে মহিলা ভক্তের উপস্থিতি দেখা যায়।তাদের সাথে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যাক্তি তাদেরকে সহযোগিতা করার কথা জানা যায়।বিষয়টি এলাকায় জানাজানি হলে পুরো এলাকায় হিন্দু মোসলমানদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।বিষয়টি আনোয়ারা থানা পুলিশ আমলে নে এবং রাত ৮ আনোয়ারা থানা অফিসার ইনচার্জ(ওসি) মীর্জা মোহাম্মদ হাসানের নেতৃত্বে অনুষ্ঠান বন্ধ করে দে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রী কবির শাহ নামে একটি আস্তানা গড়ে তুলে দীর্ঘদিন ধরে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে আসছিলো। একবঋর ধরে আস্তানায় অবস্থান করে সে পানি পড়া সহ বিভিন্ন ধর্মবিরূধী অনৈতিক কর্মকাণ্ড করে আসছিলো। এরই ধারাবাহিকতায় প্রশাসনের অনুমতি না নিয়ে ৪ আগস্ট শ্রী কবির শাহ্ ওরশ ও ৫ আগস্ট পুঁতি পাঠের অনুষ্ঠানের আয়োজন করে পুলিন শীল।
এবিষয়ে কথিত শ্রী কবির শাহ এর মুরিদ পুলিন শীল বলেন, আমি কবির শাহ্ পীর থেকে দীক্ষা নিয়েছিলাম। তাই ওনার ওরশ পালন করতেছি তবে আমার আস্তানার নামের মধ্যে “কবির শাহ্” এর স্থলে “শ্রী কবির শাহ্” হয়ে গেছে ওটা আসলে ভুলক্রমে শ্রী শব্দ লেখা হয়ে গেছে। ওটা সংশোধন করে ফেলা হবে। যেহেতু অনুমতি না নিয়ে এই ওরশের আয়োজন করেছি তাই প্রশাসন এসে এটা বন্ধ করে দিয়েছে। কবির শাহের ধর্ম নিয়ে জানতে চাইলে বলেন ওনার পীর সাহেব দুই ধর্মের অনুসারী ছিলেন।
ঘটনার বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মোহাম্মদ হাসান বলেন, অনুমতি না নিয়ে ওরশের ব্যবস্থা করায় বিলপুর গ্রামের একটি ওরশ বন্ধ করে দেওয়া হয়েছে।
এমজে/