নেত্রকোনার কলমাকান্দায় গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের চিনাহালা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় পণ্য ও পিকআপসহ দুজনকে আটক করেছে পুলিশ।
জব্দকৃত পণ্যের দাম ৩ লাখ ৪৩ হাজার টাকা। এসব পণ্যের মধ্যে ছিল কসমেটিক্স ২ লাখ ১৬ হাজার ও থান কাপড় ১ লাখ ২৭ হাজার টাকার।
আটককৃতরা হচ্ছে, জেলার দুর্গাপুর উপজেলার চরমুক্তারপাড়া গ্রামের আবু সিদ্দিকের ছেলে মোস্তাকিন (২০), অপরজন একই এলাকার খোকন মিয়ার ছেলে রুবেল মিয়া (১৭)।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। এবং তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পণ্যসহ তাদের কে আটক করা হয়েছে।আটককৃতদের বুধবার বিকেলে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।