খাগড়াছড়ির দূর্গম পাহাড়ে ঈদের আনন্দ উপভোগ করলেন সেনাপ্রধান

খাগড়াছড়ির দূর্গম পাহাড়ে ঈদের আনন্দ উপভোগ করলেন সেনাপ্রধান
খাগড়াছড়ির দূর্গম পাহাড়ে ঈদের আনন্দ উপভোগ করলেন সেনাপ্রধান

খাগড়াছড়ির দূর্গম পাহাড়ে সৈনিকদের সাথে ঈদের আনন্দ উপভোগ করলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফি উদ্দিন আহমেদ।

সৈনিকদের মনোবল চাঙ্গা রাখতেই তিনি আজ রোববার বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি রিজিয়নের অধীন রাঙ্গামাটি জেলার বাঘাইহাট সেনা জোনে হেলিকপ্টারে করে আসেন। এ সময় তিনি বলে দুর্গম পাহাড়ে অত্যন্ত ঝুকি নিয়ে সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। তাদের মনোবল বৃদ্ধি করতে ঈদের দিনে তাদের পাশে এসে দাঁড়াতে পেরে নিজেকে ভাগ্যবান ও ধন্য মনে করছি। বাংলাদেশ সেনাবাহিনী দেশে বিদেশে সুনামের সহিত কাজ করে যাচ্ছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে জীবনের ঝুকি নিয়ে আত্মীয়
স্বজন থেকে দূরে থেকে যারা দায়িত্ব পালন করছেন এই শুভ দিনে তাদের অভিবাবক হিসেবে দেখতে এসেছি।

এসময় তিনি সৈনিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি অ্যাভোকাডো বৃক্ষরোপন করেন। পরে খাগড়াছড়ির দীঘিনালা সেনানিবাসে যান। সেখানে সৈনিক ও অফিসারদের সাথে মধ্যাহ ভোজে যোগ দেন।

মেজর জেনারেল খালেদ আল মামুন চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ সাইফুল আবেদীন, খাগড়াছড়ি রিজিওন কমান্ডার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মেজর জেনারেল খালেদ আল মামুন, খাগড়াছড়ি রিজিয়নে স্টাফ অফিসার মেজর জাহিদ হাসানসহ সেনা কর্মকর্তা ও সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

Explore More Districts