
# মির্জাপুরে নিহত দুজনের পরিচয় মিলেছে
# ঘাটাইলে নিহতের পরিচয় মেলেনি
টাঙাইলে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে মির্জাপুরে দুজন এবং ঘাটাইলে একজন রয়েছে।
শুক্রবার (৮ জুলাই) সকালে সংঘটিত এসব দুর্ঘটনার মধ্যে মির্জাপুরে নিহত দুজনের পরিচয় মিলেছে। অন্যদিকে ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।
সকাল আটটার দিকে মির্জাপুরের জামুর্কিতে অজ্ঞাত কোনো গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগলে ঘটনাস্থলে নাটোর জেলার হাফিজুর (৩৫) প্রাণ হারান। অন্যদিকে হাসপাতালে নেয়ার পর হাফিজুরের চাচাত ভাই আরিফুল ইসলাম (৩৬) প্রাণ হারান।
এছাড়া, ঘাটাইলের কদমতলী এলাকায় পৃথক দুর্ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন। তবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি।
ডি- এইচএ