মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২, পরিবারের সাথে ঈদ করা হলো না মাগুরার সোহান ও অমিতের। Magura news

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২, পরিবারের সাথে ঈদ করা হলো না মাগুরার সোহান ও অমিতের। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

ঈদের ছুটিতে ঢাকা থেকে মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামে বাড়ির পথে রওনা দিয়েছিলেন সোহানুর রহমান (২২)। খুলনা- ঢাকা মহাসড়কের মধুখালী আড়কান্দি নামক স্থানে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন তিনি। সে মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের শ্রীকোল গ্রামের মোহন মোল্লার ছেলে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে খুলনা – ঢাকা সড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার আড়ুয়াকান্দি তেল পাম্পের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহানুর রহমান ঢাকার তিতুমীর কলেজের আনার্স তৃতীয় বর্ষের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি সে নারায়ণগঞ্জ একটি গার্মেন্টসে চাকরি করে।

জানা গেছে, সোহান ঢাকা তীতুমীর কলেজে অনার্সে করতেন। পারিবারের অস্বচ্ছলার কারণে লেখাপড়ার পাশাপাশি নারায়নগঞ্জে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। বৃহস্পতিবার ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন। কিন্তু পরিবারের সঙ্গে ঈদ করা হলো না তার। এ দূর্ঘটনায় মাগুরা সদর উপজেলার অমিত জোয়ার্দার (৩০) আরো এক যুবক মারা গেছে। সে সদর উপজেলার পাটুরিয়া গ্রামের অমল জোয়ার্দারের ছেলে। এছাড়া মাগুরা সদর উপজেলার ভিটেশাইর গ্রামের মেজবা উদ্দিনের ছেলে রাসেল মাহমুূদ (২৮) ও শ্রীপুর উপজেলার কালিনগর গ্রামের শাখাওয়াত ফকিকের ছেলে হাসান ফকির (২৫) নামে আরো দুই জন আহত হয়েছে। বর্তমানে তারা ফরিদপুর মেডিকেলে ভর্তি রয়েছে৷ তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

মধুখালী থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, মধুখালী উপজেলার আড়কান্দি নামক স্থানে ঢাকাগামী মাছ বোঝাই ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংষর্ষ হয়। সিএনজি রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাত লাগলে সিএনজির গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই দুই জন মারা যায়। এবং দুই জন আহত হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এবং আহতদের ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

করিমপুর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) কংকন কুমার জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে ড্রাইভার পালিয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Explore More Districts