ফিরিজা বেগমের বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফুলভরি নয়াহাটি গ্রামে। গতকাল বৃহস্পতিবার দুপুরে করচার হাওর পাড়ি দিয়ে ওই গ্রামে গিয়ে দেখা যায়, পানি নামায় অনেকে বাড়িঘরে ফিরেছেন। কারও কারও বসতঘর একেবারে বিধ্বস্ত। বেড়া নাই, দরজা নাই এমন ঘরে আছেন অনেকে।
