২০ বছরে এনটিভির যাত্রা, কুমিল্লায় কেক কেটে উদযাপন – Ajker Comilla

২০ বছরে এনটিভির যাত্রা, কুমিল্লায় কেক কেটে উদযাপন – Ajker Comilla






















আজকের কুমিল্লা ডট কম :

জুলাই ৩, ২০২২


news-image

স্টাফ রিপোর্টার:

দেশের অন্যতম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল “এনটিভি” প্রতিষ্ঠার ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পদার্পণ উপলক্ষে রবিবার  বেলা ১১ টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসনের  স্থানীয় সরকারের উপ পরিচালক শওকত ওসমান ।

এনটিভির স্টাফ রিপোর্টার জালাল উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন  এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি খায়রুল আহসান মানিক, আরটিভির কুমিল্লা প্রতিনিধি গোলাম কিবরিয়া,  সিটিভি অনলাইনের সম্পাদক ওমর ফারুকী তাপস, একুশে টিভির কুমিল্লা প্রতিনিধি হুমায়ন কবির রণী, ডেইলি আওয়ার টাইমের প্রতিনিধি মাহাবুব আলম বাবু, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি সাদিক মামুন, গাজী টিভির প্রতিনিধি সেলিম রেজা মুন্সি, বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক আজকের জীবনের প্রতিনিধি নেকবর হোসেন, দেশরুপান্তরের প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, এখন টিভির প্রতিনিধি খালেদ সাইফুল্লাহ, দৈনিক কালের কন্ঠের  প্রতিনিধি আব্দুর রহমান, ডিবিসির প্রতিনিধি নাসির উদ্দিন, জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার, দৈনিক আমাদের কুমিল্লার মাহির, দীপ্ত টিভির প্রতিনিধি শাকিল মোল্লা, দুর্নীতির সন্ধানের প্রতিনিধি রফিকুল ইসলাম, সাপ্তাহিক পথিকৃত কুমিল্লার সুমন কবির প্রমুখ।
































আর পড়তে পারেন













Explore More Districts