হালুয়াঘাট পৌরসভার ৩২ কোটি টাকার বাজেট ঘোষনা – দৈনিক ময়মনসিংহ প্রতিদিন

হালুয়াঘাট পৌরসভার ৩২ কোটি টাকার বাজেট ঘোষনা – দৈনিক ময়মনসিংহ প্রতিদিন

উন্নয়নের লক্ষ্য নিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে জনবান্ধব বাজেট ঘোষণা করেছে হালুয়াঘাট পৌরসভা।

আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য সম্ভাব্য এ বাজেট ঘোষণা করা হলো। এ বাজেটে ৩২ কোটি ৯৪ লক্ষ ৯৩ হাজার ৩২০ টাকা আয় ধরা হয়েছে। এ আয় আসবে রাজস্ব তহবিল ও উন্নয়ন তহবিল থেকে। এ থেকে পৌরসভার উন্নয়নমূলক কাজের জন্য ৩১ কোটি ৫৫ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয় এবং ১,৩৯,৬২,৩২০ টাকা স্থিতি ধরা হয়েছে বাজেটে। আজ সকালে পৌরসভার অস্থায়ী কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোঃ খায়রুল আলম ভূঞা ।

এসময় সাথে ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ। এছাড়াও বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Explore More Districts