চক্ষু চিকিৎসায় মডেল হবে গোপালগঞ্জের কমিউনিটি ক্লিনিক
সঞ্জয় বিশ্বাস, গোপালগঞ্জ
চক্ষু চিকিৎসায় গোপালগঞ্জের কমিউনিটি ক্লিনিকগুলোকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। জেলার ৫ টি উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মি বা সিএসসিপিদের সহায়তায় জেলার প্রান্তিক পর্যায়ের সকল মানুষের চোখের চিকিৎসা নিশ্চিত করা হবে। এসব কমিউনিটি ক্লিনিকে সিএসসিপিগণই রোগীর চোখে কোন ধরনের সমস্যা তা নিশ্চিত করবে এবং সে অনুযায়ী গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতালে রেফার করবে। চক্ষু হাসপাতাল এসব রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনসহ সকল ধরনের সেবা দেবে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ফেরদৌসি এসব তথ্য জানান।
এ লক্ষে গোপালগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্যোগে আজ এক চক্ষু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা এবং কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা বোর্ডের সভাপতি অধ্যাপক ডাক্তার সৈয়দ মোদাচ্ছের আলী ভার্চুয়াল মাধ্যমে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ফেরদৌসির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলার কমিউনিটি ক্লিনিকের শতাধিক সিএসসিপি অংশ নেন। তাদের কমিউনিটি ক্লিনিকে আসা রোগীদের চোখের রোগ শানাক্ত করে কিভাবে চক্ষু হাসপাতালে পাঠিয়ে সেবা নিশ্চিত করা যাবে সে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
অধ্যাপক ডাক্তার সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, দেশের দক্ষিনাঞ্চলের মানুষের চক্ষু চিকীৎসায় নতুন দিগন্ত উন্মোচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের ঘোনাপাড়ায় এই হাসপাতালটি নিমানের উদ্যোগ নেন। ইতোমধ্যেই দেশের ৩০ টি জেলার মানুষ এই হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছে যা অত্যন্ত্য আনন্দের। অঞ্চলের মানুষের দোড়গোড়ায় চক্ষু চিকীৎসা পৌছে দেয়ার জন্য কমিউনিটি ক্লিনিকের সঙ্গে যৌথভাবে কাজ করার উদ্যোগ নেয়ায় হাসপাতালটির পরিচালক ডা. নাহিদ ফেরদৌসি প্রশংসার দাবি রাখেন। তার এই উদ্যোগ সফল করতে মিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা বোর্ড সার্বিক সহায়তা করবে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ফেরদৌসি বলেন, চক্ষু চিকিৎসায় গোপালগঞ্জের কমিউনিটি ক্লিনিকগুলোকে মডেল হিসেবে গড়ে তুলতে জেলার ৫ টি উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মি বা সিএসসিপিদের প্রিশিক্ষণ শুরু হয়েছে। এসব কমিউনিটি ক্লিনিকে সিএসসিপিগণই রোগীর চোখে কোন ধরনের সমস্যা তা নিশ্চিত করবে এবং সে অনুযায়ী গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে রেফার করবে। চক্ষু হাসপাতাল এসব রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনসহ সকল ধরনের সেবা দেবে। এখাবে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমেই প্রান্তিক মাুষের দোরগোড়ায় চক্ষু চিকীৎসা পৌছে যাবে।
এ জাতীয় আরো খবর..