সিলেটে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন শায়েস্তাগঞ্জের ব্যবসায়ী সারোয়ার আলম শাকিল

সিলেটে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন শায়েস্তাগঞ্জের ব্যবসায়ী সারোয়ার আলম শাকিল

– Advertisement –

– Advertisement –

– Advertisement –

– Advertisement –

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ স্বনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সারোয়ার আলম শাকিল সহ বন্ধু সমাজ এর উদ্যোগে সিলেটের হাজারো বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জুন) সারাদিন ব্যাপী সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের রংপুর পূর্ব পাড়া, দক্ষিণ ডালার পাড়, রংপুর বস্তি, নয়া গুচ্ছ গ্রাম, টুকের গাঁও সহ বিভিন্ন এলাকায় প্রত্যেক ঘরে ঘরে গিয়ে হাজারো উর্ধ্বে নারী-পুরুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ ইউনিলিভার ব্যবস্থাপক মোঃ সাদত চকদার, মোঃ বাহাদুর, মোঃ কিতাব আলী, মোঃ টিপু, মোঃ রুবেল মিয়া, মোঃ রাসেল, আলী হোসেন, শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, পৌরসভা সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফসানা ডলি বেগম, প্রমুখ।

– Advertisement –

Explore More Districts