বেলাগাম হারে বাড়ছে ধর্ষণ, সামাল দিতে জরুরি অবস্থা পাকিস্তানে!

বেলাগাম হারে বাড়ছে ধর্ষণ, সামাল দিতে জরুরি অবস্থা পাকিস্তানে!

#ইসলামাবাদ: বেলাগাম হারে বাড়ছ ধর্ষণের ঘটনা৷ পরিস্থিতি এতটাই খারাপ যে বাধ্য হয়ে জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নিল পাকিস্তানের পঞ্জাব প্রদেশের সরকার৷ পঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আট্টা টারার নিজেই সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন৷ মহিলা এবং শিশুদের উপরে যৌন নির্যাতনের ঘটনা রুখতেই এই পদক্ষেপ নিল পঞ্জাব প্রদেশের সরকার৷

পঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে জিও নিউজ জানিয়েছে, ‘প্রতিদিন পঞ্জাব প্রদেশে চার থেকে পাঁচটি ধর্ষণের ঘটনা ঘটছে৷ তাই এই ধরনের ঘটনা রুখতে আমরা বিশেষ কিছু ব্যবস্থা নিচ্ছি৷ ধর্ষণের ঘটনা রুখতে প্রশাসন জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছে৷’

আরও পড়ুন: ১২২ বছরের ইতিহাসে ভয়াবহ বন্যার মুখে বাংলাদেশ! মৃত্যুমিছিল, জলে ভাসছে মানুষ-পশুর দেহ

পঞ্জাব প্রদেশের ওই মন্ত্রী আরও জানিয়েছেন, ধর্ষণের ঘটনা কমাতে নাগরিক সমাজ, শিক্ষক, মহিলাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন, আইনজ্ঞদের পরামর্শ নেবে সরকার৷ পাশাপাশি শিশুদেরও নিরাপত্তা নিয়ে সচেতন করার জন্য অভিভাবকদের অনুরোধ করেছেন তিনি৷ সন্তানদের কীভাবে সুরক্ষিত রাখতে হবে, বাবা-মায়েদের তা শিখতে হবে বলেও দাবি করেছেন পঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী৷ ধর্ষণের ঘটনা রুখতে সরকার দু’ সপ্তাহের মধ্যে কঠোর কোনও ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন পঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী৷

পাকিস্তানে লিঙ্গ বৈষম্যের হার দিন দিন উদ্বেগজনক ভাবে বাড়ছে৷ গোটা দেশেই মহিলাদের উপরে নানা ধরনের অত্যাচারের ঘটনাও বেড়ে চলেছে৷ লিঙ্গ বৈষম্যের নিরিখে বিশ্বের ১৫৬টি দেশের মধ্যে ১৫৩ নম্বর স্থানে রয়েছে পাকিস্তান৷ পাকিস্তানের নীচে রয়েছে শুধুমাত্র ইরাক, ইয়েমেন ও আফগানিস্তান৷

Published by:Debamoy Ghosh

First published:

Tags: Pakistan, Rape

Explore More Districts