ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা ট্রাষ্ট পুনর্গঠনের দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান – Alokito Mymensingh 24

ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা ট্রাষ্ট পুনর্গঠনের দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান – Alokito Mymensingh 24

আপডেটঃ 4:11 pm | June 19, 2022

ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা ট্রাষ্ট পুনর্গঠনের দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান – Alokito Mymensingh 24

মো: নাজমুল হুদা মানিক ॥ ময়ময়নসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ড বীরমুক্তিযোদ্ধা আবদু রব এর নেতৃত্বে ১৯ জুন সকাল ১১ ঘটিকায় ময়মনসিংহ মুক্তিযোদ্ধা পল্লীর বীরমুক্তিযোদ্ধাগন জেলা প্রশাসক মুহাম্মদ এনামুল হক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা ট্রাষ্ট পুনর্গঠন, কার্যকর ও দূর্নীতিবাজের শাস্তির দাবিতে এবং ময়মনসিংহ মুক্তিযোদ্ধা পল্লীর সরকারি ভূমি মুক্তিযোদ্ধা পল্লীতে বসবাসরত ১৬৪টি বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ ও মৃত মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে বন্দোবস্ত প্রদানের দাবিতে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের সময় প্রায় ৫০০জন বীর মুক্তিযোদ্ধা ও বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করেন। স্মারকলিপি প্রদানকালে ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, ময়মনসিংহ মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধাগণ, বীর মুক্তিযোদ্ধার সন্তানগন উপস্থিত ছিলেন। সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বলেন, ময়মনসিংহ মুক্তিযোদ্ধা পল্লীর ভূমিহীন মুক্তিযোদ্ধাদের দ্রুত খাস জমি বন্দোবস্ত করে দেয়া বীরমুক্তিযুদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের দাবি।

Explore More Districts