হাটহাজারীতে মামার হত্যাকারী ভাগিনা গ্রেফতার | ctgnews.com

হাটহাজারীতে মামার হত্যাকারী ভাগিনা গ্রেফতার | ctgnews.com
হাটহাজারীতে মামার হত্যাকারী ভাগিনা গ্রেফতার

       

Advertisement

চট্টগ্রামের হাটহাজারীতে জমি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে সৎ ভাগিনা কর্তৃক মামাকে নৃশংসভাবে হত্যার অন্যতম প্রধান আসামী সাইফুল ইসলাম বাদশা’কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আজ ১৮ জুন, শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

Advertisement

র‌্যাব জানায়, গত ১৯ এপ্রিল রাতে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বুলবুলি পাড়ায় সিএনজি অটোরিকশা চালক মুসাকে (৩৮) কৌশলে খুন করে পালিয়ে যায় ভাগিনা সাইফুল ইসলাম। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে হাটহাজারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকা থেকে মামলার প্রধান আসামি সাইফুলকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গ্রেফতার সাইফুল উপজেলার বুলবুলি পাড়া এলাকার মৃত ফুল মিয়া ওরফে আবদুল মালেকের ছেলে। নিহত মুছা মিয়া সম্পর্কে তার মামা হন। সাইফুল মূলত জায়গা-জমি ভাগাভাগি নিয়ে বিরোধের কারণে তার ভাইদের নিয়ে ধারালো দা ও কিরিচ দিয়ে কুপিয়ে মামাকে হত্যা করেছে বলেছে স্বীকার করেছেন।

গ্রেফতার সাইফুল ইসলাম বাদশাকে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র‌্যাবের তিনি।

এনইউএস

Advertisement


CTG NEWS

Explore More Districts