স্টাফ রিপোর্টার:০
তামাক মুক্ত পরিবেশ সুস্বাস্থ্যের বাংলাদেশ এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে এগিয়ে চলছে তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার তামাক নিয়ন্ত্রণ পাইড লাইন ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটি ও এ্যাকশান কমিটির ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা।
গতকাল মঙ্গলবার (১৪ জুন) বিকালে ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর মোমেনশাহী ডি এস কামিল মাদরাসার হল রুমে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর আয়োজনে ঊশিকা সমাজ কল্যাণ সংস্থা (ঊশিকা) এর সহযোগিতায় এ্যাকশান কমিটির ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভা বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর সাধারণ সম্পাদক শমসের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোমেনশাহী ডি এস কামিল মাদরাসার অধ্যক্ষ ড. ইদ্রিস খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঊশিকা সমাজ কল্যাণ সংস্থা (ঊশিকা) এর নির্বাহী পরিচালক আব্দুল কদ্দুস।
বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর ফিল্ড অফিসার আমিরুল ইসলাম এর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ, বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর প্রতিনিধি কামরুল ইসলাম, মন্জুরুল ইসলাম, এনামুল হোসাইন, শাহ্ আলম, কামরুজ্জামান, বেলাল হোসেন (বিল্লাল) প্রমূখ।