সেমিফাইনালে হাটহাজারী স্পোর্টস ক্লাব | Suprobhat Bangladesh

সেমিফাইনালে হাটহাজারী স্পোর্টস ক্লাব | Suprobhat Bangladesh




নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »

হাটহাজারী সদরের ঐতিহ্যবাহী সংগঠন জাগৃতির আয়োজনে ও রিলায়েন্স শিপিং এন্ড লজিষ্টিক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় রিলায়েন্স জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গতকাল পার্বতী স্কুল মাঠে শুরু হযেছে। প্রথম দিনের খেলায় টাইব্রেকারে ৪-৩ গোলে পানছড়ি ফুটবল একাডেমিকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে হাটহাজারী স্পোর্টস ক্লাব।

নির্ধারিত সময় কেউ গোলের দেখা পায়নি। এর আগে জাগৃতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমানের সঞ্চালনায় সভাপতি লোকমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন হাটহাজারী থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুছ গণি চৌধুরী, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামসহ জাগৃতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জামাল উদ্দীন, মো. ওসমান চৌধুরী, আসলাম মোরশেদ, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আব্দুর শুক্কুর, জাগৃতির সাবেক সাধারণ সম্পাদক এস এম সাঈদুর রহমান, ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সোহেল রানা, মোহাম্মদ রাশেদ, মো. রফিকুল আলম, নাছিরুল আলম হেজাজী, মো. জসিম উদ্দিন, মোহাম্মদ রায়হান, এরফানুল হক বাদল, মোহাম্মদ সাহেল, সাইফুল ইসলাম শাহীন। হাটহাজারী স্পোর্টস ক্লাবের গোলরক্ষক সালাউদ্দিন ম্যাচসেরা মনোনীত হন। আগামী ১৬ জুন শায়েস্তা খাঁ পাড়া উজ্জীবন-পটিয়া ব্রাদার্স ইউনিয়ন, ১৭ জুন চট্টগ্রাম ফুটবল একাডেমি-মির্জাপুর ওবাইদুল্লাহ নগর ফুটবল একাডেমি ও আগামী ১৮ জুন ছিপাতলী ইউনিয়ন ফুটবল একাদশ-কাটিরহাট ক্রীড়া চক্র প্রতিদ্বন্দ্বিতা করবে।



Explore More Districts