তামিমের সেঞ্চুরির দিনে মুমিনুল-জয়ের ‘শূন্য’ | Suprobhat Bangladesh

তামিমের সেঞ্চুরির দিনে মুমিনুল-জয়ের ‘শূন্য’ | Suprobhat Bangladesh




সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট’স একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনই সেঞ্চুরি করলেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। তবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সদ্য সাবেক হওয়া অধিনায়ক মুমিনুল হক ও ওপেনার মাহমুদুল হাসান জয়। মুমিনুল-জয় শুন্য হাতে প্যাভিলিয়নে ফিরেন। হাফ-সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। খবর : ডেনলিবাংলাদেশ’র।

তামিমের ব্যাটিং দৃঢ়তায় প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৭৪ রান। গত শুক্রবার শুরু হওয়া অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে ইনিংস শুরু করেন তামিম ও জয়। দ্বিতীয় ওভারেই প্যাভিলিয়নের পথ ধরেন জয়। ৬ বল খেলে খালি হাতে ফিরেন তিনি।

এরপর ক্রিজে আসেন শান্ত। তামিমের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৪০ রানের জুটি গড়েন তিনি। জুটিতে ৫৪ রান অবদান ছিলো শান্তর। ৯৯ বল খেলে ৯টি চার মারেন শান্ত।

শান্তর বিদায়ে উইকেটে আসেন মোমিনুল। জয়ের মত ৬ বল খেলে খালি হাতে বিদায় নেন তিনি।
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে এ ম্যাচের নেতৃত্বে ছিলেন লিটন দাস। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনিও। ১টি চারে ১৯ বলে ৪ রান করেন লিটন। ফলে ১ উইকেটে ১৪২ থেকে ৪ উইকেটে ১৫২ রানে পরিণত হয় বাংলাদেশ।

তবে এক প্রান্ত আগলে সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম। দিন শেষে ১৪০ রানে অপরাজিত আছেন তামিম। তার ইনিংসে ১৯টি চার ও ১টি ছক্কা আছে। ৬ রান নিয়ে তামিমের সঙ্গে দিন শেষ করেছেন মোসাদ্দেক হোসেন।
আগামী ১৬ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ।



Explore More Districts