kurigrampratidin
1 day ago
জেলার খবর, প্রচ্ছদ
22 Views
হাফিজুর রহমান শাহীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে অজ্ঞাত নামা এক বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কে বা কাহারা গত ৭ দিন আগে অজ্ঞাতনামা ৭০ বছর বয়সী এই বৃদ্ধাকে রাস্তার ধারে ফেলে রেখে যায়। প্রথম প্রথম ওই বৃদ্ধা মানুষ দেখলেই বলতো বাবা আমাকে নিয়ে যা। সাধারণ মানুষের ধারণা অনেক দূর থেকে নিয়ে এসে তার স্বজনরা তাকে ফেলে রেখে চলে গেছে।রাস্তার ধারে ওই মহিলা গত দুই/তিন দিন ধরে বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় লোকজন ওই বৃদ্ধার সেবা-যত্ন করে এবং খাবার দিয়ে যায়। বৃষ্টিতে ভিজতে ভিজতেই বৃদ্ধা এখন শয্যাশায়ী। বিষয়টি ফেসবুকে দেখে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ সাইফুল ইসলাম কুড়িগ্রাম-উলিপুর সড়কের কিশামত মালতিবারি এলাকা থেকে উদ্ধার করে উলিপুর হাসপাতলে ভর্তি করিয়ে দেয়। বর্তমানে ওই বৃদ্ধা উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ নম্বর মহিলা বেডে অবস্থান করছে।
২০২২-০৬-০৬