টঙ্গীতে ৫৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার – Daily Gazipur Online

টঙ্গীতে ৫৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার – Daily Gazipur Online

জাহাঙ্গীর আকন্দ : টঙ্গীর দত্তপাড়া এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে মো: রনি (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এ সময় তার কাছ থেকে ৫৪ কেজি গাঁজা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি দত্তপাড়া সাকিনস্থ কছিম উদ্দিন রোড মৃত খলিলুর রহমানের বাড়ির ভাড়াটিয়া কামালের বসতঘরের সামনে থেকে মাদক ব্যবসায়ী মোঃ রনি (২৪), পিতা-মোঃ কুদ্দুস আলী, জেলা-চাঁদপুর’কে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা ৫৪ কেজি গাঁজা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যায় যে, সে দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকাসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছিল মর্মে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ রনিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email

Explore More Districts