সরকারের নীতি হলো ‘ঋণ করে ঘি খাও’ আর জনগণের ওপর দায় চাপাও

সরকারের নীতি হলো ‘ঋণ করে ঘি খাও’ আর জনগণের ওপর দায় চাপাও

শারমিন্দ নীলোর্মি বলেন, মধ্যম আয়ের দেশের মানুষেরা কম মজুরিতে কাজ করে শ্রম নির্ভর রপ্তানীমুখী শিল্পে ভর্তুকি দিতে থাকবে,এমনটা আশা করা ঠিক হবে না।

সিপিডির মুস্তাফিজুর রহমান বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান। তিনি বলেন, বাজেটে বৈষম্য নিরসনে সরকারের ইচ্ছা ও জবাবদিহি প্রয়োজন। তাঁর মতে, প্রয়োজনীয় খাতে বরাদ্দ বাড়ানোর জন্য রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন, যা বর্তমানে অনুপস্থিত।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ শাহ্ আলম বলেন, প্রতিবছর সরকার একটি গতানুগতিক বাজেট উপস্থাপন করে। এই বাজেটে সাধারণ মানুষ উপেক্ষিত থেকে যায়। বরাবরের মতোই বাজেট বৈষম্যমূলক দলিল হিসেবেই সামনে আসে। রাজনৈতিক পরিবর্তন ছাড়া এই বৈষম্যমূলক ব্যবস্থা পরিবর্তন সম্ভব নয়।

Explore More Districts