বিরল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরলে ধান-চালের মজুদ বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার দুপুর ১২ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত বিরল উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিষ্টেট মোছাঃ আফছানা কাওছারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
বিরল পৌরসভার মাহমুদা অটোমিল, রুমানা অটোমিল, বাংলাদেশ অটোমিল, সিএমসি অটোমিলসহ ৬ টি অটো মিলে ধান-চালের মজুদের কোন প্রমাণ না পাওয়া জরিমানা করেনি ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিষ্টেট মোছাঃ আফছানা কাওছার জানান- আমরা ধান/চাল মজুদ করে দাম বাড়াতে দিব না। কারো বিরুদ্ধে মজুদের অভিযোগ পেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিধিমত ব্যবস্থা নেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুরুন্নবী, বিরল এল.এস.ডির ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান খন্দকার প্রমুখ।