দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুর সদর উপজেলায় খালের পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টায় শেখপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বলতৈড় গ্রামে নামাজে জানাজা শেষে গোরস্তানে তাকে দাফন করা হয়। এর আগে সকাল ৮টায় বাড়ীর পাশে একটি খালের পানিতে ডুবে সে মারা যায়।
নিহত শিশু ইসান বাবু ওই এলাকার সাব্বির হোসেনের ছেলে।
পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য আমজাদ আলী বলেন, সকালে বাড়ী বাইরে ব্যাট-বল খেলছিল। এক পর্যায়ে বল খালের পানিতে পড়ে যায়। সে পানি থেকে বলটি আনতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যায়।
পরে অনেকক্ষণ নিখোজ থাকায় বাবা-মা তাকে খোজাখুশি শুরু করে। পরে খালের পানিতে তার মরদেহ ভেসে উঠতে দেখে। সকাল সাড়ে ১০টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।